শব্দের শ্রেণিবিভাগ | শব্দ | বাংলা ব্যাকরণ | বাংলা ২য় পত্র | Bangla 2nd Paper


শব্দের শ্রেনিবিভাগ

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ হতে পারে।

১. গঠনমূলক শ্রেণিবিভাগ

    ক. মৌলিক ও খ. সাধিত

২. অর্থমূলক শ্রেণিবিভাগ 

     ক. যৌগিক, খ. রূঢ়ি এবং গ. যোগরূঢ়

৩. উৎসমূলক শ্রেণিবিভাগ

      ক. তৎসম, খ. অর্ধ-তৎসম, গ. তদ্ভব, ঘ. দেশি ও ঙ. বিদেশি


১. গঠনমূলক শ্রেণিবিভাগ:


ক. মৌলিক শব্দ: যেসব শব্দ বিশ্লেষন করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ।

যেমন-গোলাপ, নাক, লাল, তিন।

খ. সাধিত শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।

উদাহরণ: চাঁদমুখ (চাঁদের মতো মুখ), নীলকাশ (নীল যে আকাশ), ডুুবুরি (ডুব+উরি), চলন্ত (চল্+অন্ত), প্রশাসন (প্র+শাসন), গরমিল (গর+মিল) ইত্যাদি।




শব্দের শ্রেণিবিভাগ
শব্দের শ্রেণিবিভাগ




২. অর্থমূলক শ্রেণিবিভাগ

অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত। যথা-

ক. যৌগিক শব্দ
খ. রূঢ় বা রূঢ়ি শব্দ
গ. যোগরুঢ় শব্দ

ক. যৌগিক শব্দ: যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন-

গায়ক = গৈ+ ণক (অক) - অর্থ: গান করে যে।
বাবুয়ানা = বাবু + আনা - অর্থ: বাবুর ভাব।
মধুর = মধু + র - অর্থ: মধুর মতো মিষ্টি গুণযুক্ত।

খ. রূঢ়ি শব্দ: যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন- হস্তী=হস্ত + ইন, অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে  একটি পশুকে বোঝায়। গবেষণা (গো+এষণা) অর্থ- গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।

এ রকম- 

বাঁশি - বাঁশ দিয়ে তৈরি যে কোন বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।

সন্দেশ - শব্দ ও প্রত্যয়গত অর্থে সংবাদ। কিন্তু রূঢ়ি অর্থে মিষ্টান্ন বিশেষ।


গ. যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্নভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন-


রাজপুত - রাজার পুত্র, অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে জাতিবিশেষ’।

মহাযাত্রা - মহাসমারোহের যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ মৃত্যু’।

জলধি - ‘জল ধারণ করে এমন’ অর্থ পরিত্যাগ করে একমাত্র ‘সমুদ্র’ অর্থেই ব্যবহৃত হয়।


৩. উৎসমূলক শ্রেণিবিভাগ

বাংলা ভাষা অধ্যায়ে বাংলা ভাষার শব্দভান্ডার পরিচ্ছেদ এ বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে।



এগুলোও পড়তে পারেন;

বাংলা ভাষার শব্দ ভান্ডার


ভাষা, বাংলা ২য় পত্র



বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়


বাক্যের শ্রেণিবিভাগ, বাংলা ২য় পত্র


বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ



সকল বাগধারা তালিকা | বাগধারা 



বাগধারা ও প্রবাদ সম্পর্কিত প্রশ্নোত্তর






Related Things: Bangla 2nd paper, Bangla 2nd Part, Admission test, Admission study, BCS study, BCS grammar, বাংলা ভাষার শব্দভান্ডার, শব্দের শ্রেনিবিভাগ, শব্দ, বাংলা ২য় পত্র, বাংলা ভাষার শব্দের শ্রেণিবিভাগ, আবেগ শব্দের শ্রেনিবিভাগ, তৎসম শব্দের উদাহরণ, বাংলা শব্দ ভান্ডার, যোগরূঢ়, যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দের উদাহরণ, শব্দ ভান্ডার কাকে বলে, বিসিএস এর পড়াশোনা, এডমিশন টেস্ট, এডমিশন টেস্টের পড়াশোনা, বাংলা ২য় পত্র ৯ম-১০ম শ্রেণি, ফারসি শব্দ, রূঢ়ি শব্দ, প্রত্যয়, সমস্যমান পদসমূহের, যৌগিক শব্দ, অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত, অর্থমূলক শ্রেণিবিভাগ, সাধিত শব্দ,  মৌলিক শব্দ, গঠনমূলক শ্রেণিবিভাগ,  উৎসমূলক শ্রেণিবিভাগ, অর্থমূলক শ্রেণিবিভাগ , গঠনমূলক শ্রেণিবিভাগ.


















No comments

Powered by Blogger.