ভাষা, বাংলা ২য় পত্র
ভাষার সংজ্ঞাঃ- মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কন্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে কন্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমান মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে তা পারে না আর কন্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্ণাতিসূক্ষ্ণ ভাবও প্রকাশ করতে সমর্থ হয় কন্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কন্ঠ, নাক,কান ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায় এই ধ্বনিই ভাষার মূল উপাদান আর ধ্বনির সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা গলনালি, মুখবিবর, কন্ঠ, জিব্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রতঙ্গকে এক কথায় বলে বাগযন্ত্র এই বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে মানুুষের কন্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয় দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত আছে বর্তমানে প্রথিবীতে প্রায় ত্রিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা
সাধু ও চলিত রীতির পাথ্যর্ক
১. সাধু রীতি
ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট
খ) এই রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল
গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী
ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে
২. চলিত রীতি
ক) চলিত রীতি পরিবর্তনশীল একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তন রূপ লাভ করেছে
খ) এ রীতি তদ্ভব শব্দবহুল
গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী
ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে
ব্যাকরন, ভাষা |
১. সাধু রীতি
ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট
খ) এই রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল
গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী
ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে
২. চলিত রীতি
ক) চলিত রীতি পরিবর্তনশীল একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তন রূপ লাভ করেছে
খ) এ রীতি তদ্ভব শব্দবহুল
গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী
ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে
ধন্যবাদ
wow this is very helpful post
ReplyDeleteThank you so much.
DeleteThis is helpful post.
ReplyDeleteThank you so much.
ReplyDeleteWow this is helpful post.
ReplyDeleteCan you mention the name of the book ? and which class? helpfull post thanks
ReplyDelete