বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণ দিবেন ইশিখন.কম



বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণ


উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশও প্রযুক্তি নির্ভর সেবার দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে রাইড শেয়ার, খাবার অর্ডার, দৈনন্দিন কাজের জন্য হোম সার্ভিস কিংবা চিকিৎসায় ডাক্তারি সেবা পাওয়া যাচ্ছে। একইভাবে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান একাডেমিক এবং পেশাগত শিক্ষা বিস্তারে সেবা দিচ্ছে।

তবে ইশিখন.কম একটি অভিনব পদ্ধতি শুরু করেছে, যার মাধ্যমে অনেকটা রাইড শেয়ারিং এর মতই ট্রেনিং সেন্টার শেয়ারিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে।
বেকার সমস্যা দুরীকরণের অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং। গ্রামের শিক্ষিত যুবক সমাজের ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহ থাকলেও দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষক না থাকায় সঠিক প্রশিক্ষণ নিতে পারছে না এবং বেকারত্ব থেকে মুক্ত হতে পারছে না। ইশিখন তাদের দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে দেশের মানসম্মত ট্রেনিং সেন্টারগুলো ব্যবহার করে দেশব্যাপী তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে।

ফ্রিল্যান্সিংয়ে জনপ্রিয় ২৫টি কোর্সের যেকোনটিতে অংশ নিয়েই যেকেউ অনলাইন আয় শুরু করতে পারবেন। এছাড়াও রয়েছে আরেও ১০টি অন্যান্য কোর্স। বিগত বছরে ইশিখন ১২ হাজারের অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করেছেন। তাদের বেশির ভাগ বর্তমানে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে স্বাবলম্বী।


বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণ দিবেন ইশিখন.কম
বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণ দিবেন ইশিখন.কম


ইতিমধ্যে ঢাকাসহ সারাদেশ থেকে ৪৫টি স্বনামধন্য ট্রেনিং প্রতিষ্ঠানকে ইশিখন এজেন্টশীপ দিয়েছে এবং নতুন নতুন ট্রেনিং সেন্টারগুলোও যুক্ত হচ্ছেন ইশিখনের সঙ্গে। অনলাইনে যারা কোর্স করবে তারা সকল সেন্টারগুলোতে বসে কাজ করতে পারবে। প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে ফ্রি ইন্টারনেট কম্পিউটার ব্যবহারের সুযোগ।

তবে ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার থাকলে ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে কোর্সগুলো করার সুযোগ থাকছে। প্রশিক্ষক যখন ক্লাস নিবে তখন কম্পিউটার মনিটর শিক্ষার্থীদের কম্পিউটারে দেখাবে, সঙ্গে সঙ্গে মাইক্রোফোনে কিংবা চ্যাটের মাধ্যমে সরাসরি যেকোনো প্রশ্ন করা যাবে। প্রতিটি ক্লাস শেষে রয়েছে মডেল টেস্ট, অ্যাসাইনমেন্ট জমা এবং কোনো ক্লাস মিস করলে উক্ত ক্লাসের ভিডিও রেকর্ড প্রদান করা হবে।

এই বিষয়ে ইশিখন ডটকমের সিইও ইব্রাহিম আকবর বলেন, বিগত বছর যাবৎ ইশিখন দেশব্যাপী অনলাইনে সাফল্যের সঙ্গে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে আসছে। দেশের সব স্বনামধন্য অভিজ্ঞ শিক্ষক থাকায়, অল্পদিনে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি বলেন, এবার সারাদেশে থেকে মাসব্যাপী ফ্রিল্যান্সিং কোর্স চালু করেছে ইশিখন। কোর্সে ভর্তি হওয়া যাবে একেবারে কমমূল্যে, সফল ভাবে কোর্স শেষ হলে থাকছে চাকরির সুযোগ। ১২ থেকে ১৮ হাজার টাকা মূল্যের এই কোর্সসমূহ শুধুমাত্র ১২০০ টাকা থেকে ১৮০০ টাকায় রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে করাচ্ছে প্রতিষ্ঠানটি।

কেউ কোর্সে অংশ নিতে চাইলে আরো বিস্তারিত জানা যাবে-https://eshikhon.com/pro-offer/ 





Related Thins: ফ্রিল্যান্সিং একাউন্ট, ফ্রিল্যান্সিং জব, ফ্রিল্যান্সিং এর কাজ, ফ্রিল্যান্সিং আয়, আউটসোর্সিং কিভাবে শুরু করব, ফ্রিল্যান্সিং কাকে বলে, কম্পিউটারের বিভিন্ন কোর্স, ফ্রি প্রশিক্ষণ ২০১৯Free course 2019, Online job, Free course 2020, Bd jobs, Bd jobs 24, News, Update news, Daily news, Eshikhon.com, Eshikhon, Outsourcing, Freelancing, Jobseshikhon web, Freelancing training,  eshikhon.com - ইশিখন.কম live class, ইশিখন ডটকম, eshikhon affiliate marketing, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার খুলনা, বিনামুল্যে প্রশিক্ষণ, Freelancing.com, Fiverr.com, Fiverr, upwork.com, upwork. Freelancing news, freelancing update, freelancing income. BD freelancing, Freelancer. Freelancer Nasim. prothom alo news.







No comments

Powered by Blogger.