বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ/এক কথায় প্রকাশ online



বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ: একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে

বাক্য সংকোচনের প্রয়োজনীয়তা: ভাষার মাধুর্য, উৎকর্ষ সাধন ও সৌন্দর‌্‍য বৃদ্ধির জন্য ভাষার বাক্য সংকোচন প্রয়োজনবাক্য সংকোচন জানা থাকলে স্বল্প কথায় অনেক কথা বুঝাবার সামর্থ্য বৃদ্ধি পায়  ভাষাকে সমৃদ্ধ সাবলীল ও গতিময় করার জন্য বাক্য সংকোচন জানা প্রয়োজন

😇 অকালে পক্ব হয়েছে যাঅকালপক্ব।
😇 অক্ষির অগোচরেপরোক্ষ।
😇 অক্ষির সম্মুখেপ্রত্যক্ষ।
😇 অগ্রে গমন করেযেঅগ্রগামী।
😇 অতি দীর্ঘ নয়নাতিদীর্ঘ।
😇 অতি শীতলও নয় অতি উষ্ণও নয়নাতিশীতোষ্ণ।
😇 অগ্রে জন্মগ্রহণ করেছে যেঅগ্রজ।
😇 অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখনদুর্ভিক্ষ।
😇 অনেকের মধ্যে একজনঅন্যতম।
😇 অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা।
👉 পশ্চাতে গমন করে যেঅনুগামী।
👉 অবশ্যই যা ঘটবেঅবশ্যম্ভাবী।
👉 অভিজ্ঞতার অভাব যার অনভিজ্ঞ।
👉 অহংকার করে যেঅহংকারী।
👉 অহংকার নেই এমননিরহংকার।
👉 অল্প ব্যয় করে যেমিতব্যয়ী।
👉 আকাশ পথে যে যান ব্যবহার করা যায়নভোযান।
👉 আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।
👉 আদি থেকে অন্ত পর্যন্তআদ্যন্ত।
👉 আপনার বর্ণ লুকায় যে বর্ণচোরা।
😇 আমিষের অভাবনিরামিষ।
😇 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক।
😇 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক।
😇 আকাশে ওড়ে যেখেচর।
😇 ইতিহাস জানেন যিনি ইতিহাসবেত্তা।
😇 ইন্দ্রিয়কে জয় করেছে যেজিতেন্দ্রিয়।
😇 ক্ষণকালের জন্য স্থায়ীক্ষণস্থায়ী।
😇 উপায় নেই যারনিরুপায়।
😇 উপকার করেন যিনিউপকারক।
😇 উপকারীর উপকার স্বীকার করা কৃতজ্ঞতা

👉 কল্পনা করা যায় না এমন অকল্পনীয়।
👉 খাওয়ার ইচ্ছাক্ষুধা।
👉 গরুর ডাকহাম্বা।
👉 চোখে যার লজ্জা নেই চশমখোর।
👉 জন্ম থেকে আরম্ভ করেআজন্ম।
👉 জানা আছে যাজ্ঞাত।
👉 জানা নেই যাঅজ্ঞাত।
👉 জলে ও স্থলে চরে যেউভচর।
👉 জায়া ও পতিদম্পতি।
👉 জীবন পর্যন্তআজীবন।
😇 একই গুরুর শিষ্যসতীর্থ।
😇 একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট একাগ্রচিত্ত।
😇 একই সময়েযুগপৎ।
😇 একই সময়ে বর্তমান সমসাময়িক।
😇 একই মাতার উদরে জন্ম যাদের সহোদর।
😇 কোনো ভাবেই যা নিবারণ করা যায় নাঅনিবার্য।
😇 কণ্ঠ পর্যন্তআকণ্ঠ।
😇 কম কথা বলে যেমিতভাষী।
😇 যার কোনো কিছুতে ভয় নেইঅকুতোভয়।
😇 যার অন্য উপায় নেইঅনন্যোপায়।
😇 যার কাজ করার শক্তি আছেসক্ষম।

👉 যার আকার নেইনিরাকার।
👉 যার পীড়া হয়েছেপীড়িত।
👉 যার উপস্থিত বুদ্ধি আছেপ্রত্যুৎপন্নমতি।
👉 যিনি অধিক ব্যয় করেন নামিতব্যয়ী।
👉 যিনি শিক্ষা দান করেনশিক্ষক।
👉 যিনি বিশেষ জ্ঞান রাখেনবিশেষজ্ঞ।
👉 শুভক্ষণে জন্ম যারক্ষণজন্মা।
👉 শত্রুকে দমন করে যেঅরিন্দম।
👉 শৈশবকাল অবধিআশৈশব।
👉 শুকনো পাতার শব্দমর্মর।
😇 সকলের জন্য প্রযোজ্যসর্বজনীন।
😇 সমুদ্র পর্যন্তআসমুদ্র।
😇 সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য বিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য।
😇 সারা দুনিয়ায় খ্যাতজগদ্বিখ্যাত।
😇 সাধনা করেন যিনিসাধক।
😇 সিংহের ডাকহুংকার।
😇 সোনার মতো দেখতেসোনালি।
😇 হনন করার ইচ্ছাজিঘাংসা।
😇 হরিণের চামড়াঅজিন।
😇 হিত কামনা করে যেহিতৈষী।
👉 হঠাৎ রাগ করে যেরগচটা।
👉 হাতির ডাকবৃংহণ/বৃংহিত।
👉 কষ্টে গমন করা যায় যেখানেদুর্গম।
👉 কোথাও উঁচু কোথাও নিচুবন্ধুর।
👉 কী করতে হবে তা বুঝতে না পারা কিংকর্তব্যবিমূঢ়
👉 কূলের সমীপেউপকূল।
👉 কর্ম সম্পাদনে পরিশ্রমীকর্মঠ।
👉 কল্পনা করা যায় না এমনঅকল্পনীয়।
👉 কোকিলের স্বরকুহু।
👉 খাবার যোগ্যখাদ্য।
😇 খ্যাতি আছে যারখ্যাতিমান।
😇 ঘোড়ার ডাকহ্রেষা।
😇 চিরদিন মনে রাখার যোগ্যচিরস্মরণীয়।
😇 জানার ইচ্ছাজিজ্ঞাসা।
😇 জয়ের জন্য যে উৎসবজয়োৎসব।
😇 ডালের আগামগডাল।
😇 তুলনা হয় না এমনঅতুলনীয়।
😇 তিন রাস্তার মোড়তেমাথা।
😇 তাল ঠিক নেই যারবেতাল।
😇 ত্রি (তিন) ফলের সমাহারত্রিফলা।
👉 দমন করা যায় না এমনঅদম্য।
👉 দিনের মধ্যভাগমধ্যাহ্ন।
👉 দিনে যে একবার আহার করেএকাহারী।
👉 দিবসের প্রথম ভাগপূর্বাহ্ন।
👉 দিবসের শেষ ভাগঅপরাহ্ন।
👉 দূরে দেখে না যেঅদূরদর্শী।
👉 নষ্ট হয় যানশ্বর।
👉 নিশাকালে চরে বেড়ায় যেনিশাচর।
👉 নদীমাতা যারনদীমাতৃক।
👉 নূপুরের শব্দনিক্বণ।
😇 নতুন কিছু তৈরি করাউদ্ভাবন।
😇 নিজের অধিকারস্বাধিকার।
😇 নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদাআবর্জনা।
😇 নিজের ইচ্ছায়স্বেচ্ছায়।
😇 পরের অধীনপরাধীন।
😇 পা থেকে মাথা পর্যন্তআপাদমস্তক।
😇 পান করার ইচ্ছাপিপাসা।
😇 প্রতিভা আছে যারপ্রতিভাবান।
😇 পরিহার করা যায় না এমনঅপরিহার্য।
😇 পান করার যোগ্যপেয়।
👉 প্রহরা দেয় যেপ্রহরী।
👉 পাখির কলরবকূজন।
👉 পান করার ইচ্ছাপিপাসা।
👉 পা হতে মাথা পর্যন্তআপাদমস্তক।
👉 পেছনে সরে যাওয়াপশ্চাদপসরণ।
👉 প্রাণ আছে যারপ্রাণী।
👉 ফল পাকলে যে গাছ মরে যায়ওষধি।
👉 বাঘের ডাকগর্জন।
👉 বয়সে সবচেয়ে ছোটকনিষ্ঠ।
👉 বয়সে সবচেয়ে বড়জ্যেষ্ঠ।
😇 বেশি কথা বলে যেবাচাল।
😇 বরণ করার যোগ্যবরণীয়।
😇 বিচার নেই এমনঅবিচার্য।
😇 ব্যাকরণ জানেন যিনিবৈয়াকরণ।
😇 বীরদের মধ্যে শ্রেষ্ঠবীরশ্রেষ্ঠ।
😇 বেঁচে আছে এমনজীবিত।
😇 বিনা পয়সায়মুফত/মাগনা।
😇 বিভিন্ন জাতি সম্পর্কীয়বহুজাতিক।
😇 বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরেউপগ্রহ।
😇 ভয় নেই যারনির্ভীক।
👉 ভিক্ষার অভাবদুর্ভিক্ষ।
👉 ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন  ভাষাবিদ।
👉 ভোজন করতে ইচ্ছুকবুভুক্ষু।
👉 ভাবা যায় না এমনঅভাবনীয়।
👉 ভ্রমরের গানগুঞ্জন।
👉 মধুর ধ্বনিমধুরা।
👉 মরণ পর্যন্তআমরণ।
👉 মৃতের মতো অবস্থামুমূর্ষু।
👉 মেধা আছে যারমেধাবী।
👉 ময়ূরের ডাককেকা।
😇 মায়ের মতো যে ভূমিমাতৃভূমি।
😇 মিষ্টি কথা বলে যেমিষ্টভাষী।
😇 যে গাছ অন্য গাছের ওপর জন্মে পরগাছা।
😇 যে নারীর পুত্রসন্তান হয়নিঅপুত্রক।
😇 যে পরিণাম বোঝে না অপরিণামদর্শী।
😇 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে নাবনস্পতি।
😇 যে জামাই শ্বশুরবাড়ি থাকে ঘরজামাই।
😇 যে মেয়ের বিয়ে হয়নিঅনূঢ়া।
😇 যে পরে জন্মগ্রহণ করেছেঅনুজ।
😇 যে জমিতে দুবার ফসল হয়দো-ফসলা।
👉 যে সংবাদ বহন করেসাংবাদিক।
👉 যে অত্যাচার করেঅত্যাচারী।
👉 যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে প্রতিধ্বনি।
👉 যে অন্যের অধীন নয়স্বাধীন।
👉 যে নৌকা চালায়মাঝি।
👉 যেখানে লোকজন বাস করে লোকালয়।
👉 যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ।
👉 যে হিংসা করেহিংসক।
👉 যে উপকারীর অপকার করেকৃতঘ্ন।
👉 যে বিদেশে থাকেপ্রবাসী।
😇 যে আকাশে চরেখেচর।
😇 যা মর্ম স্পর্শ করেমর্মস্পর্শী।
😇 যা সহজে লাভ করা যায়সুলভ।
😇 যা সহজে লাভ করা যায়সুলভ।
😇 যা সহজে ভেঙে যায়ভঙ্গুর।
😇 যা বালকের মধ্যেই সুলভবালসুলভ।
😇 যা লাফিয়ে চলেপ্লবগ।
😇 যা বুকে হাঁটেসরীসৃপ।
😇 যা বলার যোগ্য নয়অকথ্য।
😇 যা চুষে খাওয়া যায়চুষ্য।
👉 যা জলে জন্মেজলজ।
👉 যা দেখা যাচ্ছেদৃশ্যমান।
👉 যা পূর্বে ছিল এখন নেইভূতপূর্ব।
👉 যা একইভাবে চলে গতানুগতিক।
👉 যা বাক্যে প্রকাশ করা যায় না অবর্ণনীয়।
👉 যা কষ্ট করে জয় করা যায় দুর্জয়।
👉 যা হবেই/হইবেভাবী।
👉 যা সহজে দমন করা যায় না দুর্দমনীয়।
👉 যা মাটি ভেদ করে ওঠেউদ্ভিদ।
👉 যা ফুরায় নাঅফুরান।
😇 যা জলে চরেজলচর।
😇 যা কষ্টে লাভ করা যায়দুর্লভ।
😇 যা পূর্বে ঘটেনিঅভূতপূর্ব।
😇 যার তল স্পর্শ করা যায় না অতলস্পর্শী।
😇 যার বিশেষ খ্যাতি আছেবিখ্যাত।
😇 যার নাম কেউ জানে না অজ্ঞাতনামা।
😇 যার পত্নী গত হয়েছেবিপত্মীক।
😇 যার ভাতের অভাবহাভাতে।
😇 যার মমতা নেইনির্মম।
😇 যার তুলনা হয় নাঅতুলনীয়।
😇 যার সীমা নেইঅসীম।
😇 যার তুলনা নেইঅতুলনীয়।
😇 যার অন্ত নেইঅন্তহীন।
বাক্য সংকোচন Online 
😇 যার শত্রু জন্মায়নিঅজাতশত্রু।
😇 গরু রাখার স্থান  গোয়াল।
😇 ঢেউয়ের ধ্বনি  কল্লোল।
😇 পুবের বাতাস  পুবালি।
😇 গরু চরায় যে  রাখাল।
😇 গাভির ডাক  হাম্বা।
😇 বিশ্বের যে নবী  বিশ্বনবী।
👉 বিদেশে থাকে যে  প্রবাসী।
👉 পুতুল পূজা করে যে  পৌত্তলিক।
👉 রুপার মতো  রুপালি।
👉 মাটির তৈরি শিল্পকর্ম  মৃৎশিল্প।
👉 আঠা যুক্ত আছে যাতে  আঠালো।
👉 চালচলনের উৎকর্ষ  সভ্যতা।
👉 পুরুষানুক্রমিক  ঐতিহ্য।
👉 চিত্রকর্মের কাঠামো  নকশা।
👉 জীবন পর্যন্ত  আজীবন।
👉 জনশূন্য স্থান  নির্জন।
😇 যে বৃক্ষের ফুল না হলেও ফল হয়  বনস্পতি।
😇 মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ  মৌমাছি।
😇 জ্ঞানের সঙ্গে বিদ্যমান  সজ্ঞান।
😇 আপনাকে ভুলে থাকে যে  আপনভোলা।
😇 বিলম্বে নয় এমন  অবিলম্বে।
😇 স্থির নয় এমন  অস্থির।
😇 ফুল হতে জাত  ফুলেল।
😇 আলাপ করতে তৎপর  আলাপী।
😇 আলোচনার বিষয়বস্তু  আলোচ্য।
😇 মুক্তি কামনা করে যে  মুক্তিকামী।
👉 মৃত্তিকা দিয়ে নির্মিত  মৃন্ময়।
👉 স্রোত আছে যার  স্রোতস্বতী।
👉 প্রাচীন ইতিহাস  প্রত্নতাত্ত্বিক।
👉 প্রাণিদেহ থেকে লব্ধ  প্রাণিজ।
👉 রোগনাশক গাছগাছড়া  ভেষজ।
👉 আলো ছড়ায় যে পাখি  আলোর পাখি।
👉 শিক্ষা করছে যে  শিক্ষানবিশ।
👉 বিচিত্রতায় পূর্ণ যা  বৈচিত্র্যপূর্ণ।
👉 খাদ নেই যাতে  নিখাদ।
👉 বনে বাস করে যে  বনবাসী।
👉 যা বনে চরে  বনচর।
👉 আকাশ ও পৃথিবী  ক্রন্দসী।
👉 অন্বেষণ করার ইচ্ছা  অন্বেষা।
👉 উদ্দাম নৃত্য  তাণ্ডব।
👉 যা সহজেই ভেঙে যায়  ঠুনকো।
👉 বিনা অপরাধে সংঘটিত হত্যা  গণহত্যা


বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ যাদের প্রয়োজন:

বাক্য সংকোচন সাধারনত সবার জন্যই প্রয়োজন তবে বিশেষ করে সরকারি চাকরির জন্য এক কথায় প্রকাশ, বিশ্ববিদ্যায় ভর্তি পরীক্ষার জন্য এক কথায় প্রকাশ এবং BCS Preparation এর জন্য বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ জানা খুবই জরুরি



3 comments:

  1. Amar jeta lage ita O'Kane nei tai amar jonno ita kono kamer not 😠😠😤😤

    ReplyDelete
  2. যার স্বভাবের কোন পরিবর্তন নেই

    ReplyDelete

Powered by Blogger.