ইউটিউব চ্যানেল খোলার নিয়ম || কিভাবে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলবেন??

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম || কিভাবে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলবেন??

 

YouTube (ইউটিউব)- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। বিনোদন থেকে শুরু করে ইউটিউবে সকল ধরনের ভিডিও দেখা যায়। YouTube (ইউটিউব) গুগলের একটি সার্ভিস বা ওয়েবসাইট। কোনো প্রকার চার্জ ছাড়া বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ইউটিউবে ভিডিও দেখা যায়। ইউটিউবে কেউ ভিডিও দেখতে আসে কেউ বা সকলের মাঝে ভিডিও সেয়ার করতে আসে। YouTube(ইউটিউব) এপ্লিকেশনটি সকলের মোবাইলে থাকার কারনে এর ব্যবহার অনেক বেশি।

 

YouTube Channel/ইউটিউব চ্যানেল- ইউটিউব চ্যানেল বলতে আমরা ইউটিউব একাউন্টকে (YouTube Account) বুঝি। ইউটিউবে ভিডিও দেখতে বা ভিডিও সেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল বা একাউন্ট থাকা দরকার। কিন্তু বিশেষ করে যারা ভিডিও সেয়ার করে তাদের জন্য প্রফেশনাল একটি্ ইউটিউব চ্যানেল থাকা উচিত। কেননা এখন ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা ইনকাম করাও সম্ভব। এজন্য বিশ্বে তৈরি হচ্ছে হাজার হাজার ইউটিউবার এবং তারা তৈরি করতেছেন Professional YouTube Channel।

 

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম/কিভাবে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলবেন- ইউটিউব চ্যানেল (YouTube Channel) তৈরি করা খুব কঠিন কাজ নয়। অনলাইনে YouTube চ্যানেল খোলার নিয়ম বা How tocreate a YouTube Channel লিখে সার্চ দিলে হাজার হাজার ভিডিও ও আর্টিকেল পেয়ে যাবেন। তবে হ্যা নতুন অবস্থায় আমাদের অনেক কিছুই জানার আছে। এই আর্টিকেলটি হয়তো অভিজ্ঞদের তেমন কাজে আসবে না তবে পুরো পোস্টটি পড়লে অনেক কিছু জানতে পারবেন এটা বলতে পারি। মনে রাখবেন ইউটিউবে আগের তুলনায় এখন প্রতিযোগিতা অনেক বেশি সুতরাং আপনার চ্যানেলটির যতো ভালো লুক দিতে পারবেন আপনার সফলতা ততো তাড়াতাড়ি আসবে। একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার কি কি প্রয়োজন হবে নিজে তা বিস্তারিত বর্ননা করা হলো- 

(মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম/ Kivabe youtube channel kulbo)


ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম


ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনার একটি (Gmail Account) জিমেইল একাউন্ট থাকা লাগবে। আর সেই জিমেইল একাউন্ট দিয়েই আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আর যদি আপনার জিমেইল একাউন্ট না থাকে তাহলে gmail.com এ গিয়ে একটি একাউন্ট খুলতে পারেন, আশা করি আপনারা সকলে একটি জিমেইল একাউন্ট খুলতে পারবেন। জিমেইল একাউন্ট খোলার পরে আপনার কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল খোলা।

 

জিমেইল একাউন্ট খোলার পর ইউটিউবে এ যাবেন, তারপর হাতের ডান পাশে SIGN IN এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি বক্স আসবে। সেখানে আপনার জিমেইলটি দিবেন। তারপর Next এ ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে Next এ ক্লিক করলেই আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে।

 

এরপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ (YouTube Channel Customize) করার পালা। My Channel এ ক্লিক করে নিজের ইচ্ছা মতো চ্যানেল সাজাতে থাকুন। এরপর Upload Video ক্লিক করে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করুন। Wait এখনি ভিডিও আপলোড করার দরকার নেই, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। ইউটিউব থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদেরকে ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে হবে। এবার আমরা জানবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়।

 

ইউটিউব চ্যানেল ভেরিফাই/YouTube Channel Verify- ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে তেমন কিছু লাগবে না, শুধুমাএ একটি মোবাইল নম্বর লাগবে এবং ওই নম্বরের সিম কার্ডটি যে মোবাইলে চালু আছে সেই মোবাইলটি লাগবে। আর আমাদের এগুলো আছে এটাই স্বাভাবিক। এবার চলে যান YouTube Creator Studio তে এখানে ক্লিক করুন, তারপর Channel এ চলে আসুন এখান  থেকে Status & Features এ গেলে আমরা Verify এর অপশনটি দেখতে পাবো। Verify অপশনটিতে ক্লিক করুন। এখন text me the verification code অপশনটা check দিয়ে আপনার ফোন নম্বরটি সাবমিট করে দিন। 

এবার দেখুন আপনার ফোনে একটি  ছয় ডিজিটের মেসেজ চলে আসছে এখন এই কোডটি দিয়ে চ্যানেল ভেরিফাই করে ফেলুন। আশা করি আপনারা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন। 


এভাবেই আমরা একটা ProfessionalYouTube Channel তৈরি করতে পারি। আশা করি আর্টিকেলটি আপনাদের কাজে আসবে, পরবর্তী আর্টিকেলে আমরা জানবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায়। 

পোষ্টটি ভালো লাগলে অবশ্যই সেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার একটি সেয়ারে আপনার আরেকটা বন্ধুর জীবন বদলে যেতে পারে।


Related- ইউটিউব, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, YouTube চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব ভিডিও, ইউটিউব সওফটওয়্যার, ইউটিউব ডাউনলোড, মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, YouTube এ চ্যানেল খোলার নিয়ম, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, নতুনরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে, Kivabe youtube channel kulbo, Kivabe youtube channel customize korbo, You Tube, কিভাবে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলবেন, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবো, ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়, ইউটিউব থেকে আয় ২০২০, কিভাবে ইউটিউব ভিডিও বানাবো, ইউটিউব প্রোফাইল, ইউটিউব ভিডিও দেখুন,ইউটিউব থেকে আয়, নতুন ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল সেটিং, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা, How to create a youtube channel in bangla, Youtube channel bangla, Youtube channel create dekhte chai, how to create youtube channel in mobile, youtube channel, open youtube.



No comments

Powered by Blogger.