When do babies get teeth? Baby teeth | শিশুর দাঁত গজানোর সময় বিপত্তি ও করণীয় | Bruxism | Grinding of the teeth
Grinding of the baby teeth |
When do babies get teeth?
About six to seven months after the
birth of a baby, small teeth begin to grow in the gums. At this time, parents
were overwhelmed with joy at seeing the baby's teeth.
Grinding
of the teeth/Bruxism Effect-
However, there are some dangers
during this time of tooth decay. These include beheading and pain in the baby's
forehead while brushing her teeth. Sometimes there may be a fever.
Baby teeth
Some children cry and behave bitterly
at this time. At this time, they want to bite without getting anything.
However, such a change in the baby is
very normal. There is nothing to worry about. The baby will be comfortable if
the cotton or cloth is soaked in light of hot water and clean the garden.
Teeth Grinding
Paracetamol drops may be given if
fever. Remember, this problem is very temporary. So, don't worry. Take care of the
baby patiently. After a few days, this discomfort will be overcome by your
child.
One thing is important to comply with
at this time. Because many children give plastic toys to the baby to suck or
bite at this time. It is not healthy at all. In addition to the risk of
infection, the baby develops.
However, at this time children want
to bite everything. Therefore, it is necessary to keep both his hands clean and
his toy equipment nearby.
There may be a delay in getting your
baby's teeth fixed at any time. There is nothing to worry about.
শিশুর দাঁত গজানোর সময় বিপত্তি ও করণীয় |
শিশুর দাঁত গজানোর সময় বিপত্তি ও করণীয়
বাচ্চাদের দাঁত ওঠার বয়স- শিশুর জন্মের প্রায় ছয় থেকে সাত মাস বয়সে মাড়িতে ছোট ছোট দাঁত গজাতে শুরু করে। এ সময় শিশুর দাঁত দেখে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন মা-বাবা।
বাচ্চাদের দাঁত ওঠার লক্ষণ- তবে দাঁত গজানোর এই সময়ে কিছু বিপত্তিও ঘটে। এর মধ্যে রয়েছে, দাঁত গজানোর সময় শিশুর মাড়ি শিরশির করা এবং ব্যথা হওয়া। কখনও কখনও জ্বরও হতে পারে। কোনও কোনও শিশু এ সময় কান্নাকাটি করে আবার কেউ খিটখিটে আচরণ করে। এ সময় তারা কিছু পেলেই কামড় দিতে চায়।
তবে শিশুর এ ধরনের পরিবর্তন খুবই স্বাভাবিক একটি বিষয়। এতে ঘাবড়ানোর কিছু নেই। পরিষ্কার তুলা বা কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে মাড়ি পরিষ্কার করে দিলে শিশু আরাম পাবে।
শিশুর দাঁত ওঠার সময় জ্বর- জ্বর হলে প্যারাসিটামল ড্রপ দেওয়া যেতে পারে। মনে রাখবেন, এই সমস্যা খুবই সাময়িক। তাই উদ্বিগ্ন হবেন না। ধৈর্য ধরে শিশুর যত্ন নিন। কয়েক দিন গেলে এই অস্বস্তি কেটে উঠবে আপনার শিশু।
বাংলা হেলথ টিপস
একটি বিষয় এ সময় মেনে চলা জরুরি। কেননা, অনেকে শিশুকে এ সময় চুষনি বা কামড়ানোর জন্য প্লাস্টিকের খেলনা দিয়ে থাকেন। এটি একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। এতে সংক্রমণের ঝুঁকির পাশাপাশি শিশুর বদভ্যাস তৈরি হয়।
Bd Health Tips
তবে এ সময় শিশুরা সবকিছু কামড়াতে চায়। তাই তার হাত দুটি এবং আশপাশের খেলনা উপকরণগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
কোনও কোনও সময় শিশুর দাঁত উঠতে বিলম্ব হতে পারে। এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
No comments