করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় || Coronavirus Update

করোনা সতর্কতা

দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস বিস্তার রোধ এবং এতে আক্রান্ত হওয়ার ঝুকি কমাতে বিশ্ববাসীকে বেশ কিছু  সাধারণ অথচ কার‌্যকর সতকর্তা অনুসরণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই আমাদের সকলেরই উচিত সতর্কতা অবলম্বন করা।

যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করবো:-)

১. টাকা স্পর্শ করা থেকে বিরত থাকুন।

২. ঘরে-সাথে এলকোহল হ্যান্ড স্যানিটাইজার রাখুন। অথবা ঘরে ভোডকা / এলকোহল রাখুন।

৩. সবসময় গরম পানি পান করুন। নো ঠান্ডা পানি! ঠান্ডা পানি করনা ভাইরাসকে ইনসপায়ার করে।

৪. নো হ্যান্ডসেক, কোলাকুলি।

৫. দিনে অন্তত ৩ বার প্রপার অজু করুন।

৬. ঘরে ঢোকার সাথে সাথে হাতে আগুনের তাপ নিন।

৭. আগামী ১ মাস খুব কম এবং নির্দিষ্ট পরিমান কাপড় চোপড় ব্যবহার করুন। গরম পানি ও জীবাণু নাশক ডিটারজেন্ট দিয়ে কাপরগুলো ধুয়ে অন্তত ২ ঘন্টা রোদে দিন।

৮. আগামী ১ মাস ভীর বা ক্রাউড এড়িয়ে চলুন।



coronavirus in cats, coronavirus sars, coronavirus treatment, can you test for coronavirus, coronavirus vs adenovirus, coronavirus shape, mers coronavirus symptoms, can coronavirus in dogs spread to humans, trs coronavirus, sars virus replication, mers classification, coronavirus pathophysiology, coronavirus nl63, coronaviridae, মার্স করোনা ভাইরাস, মার্স করোনা, করোনা ভাইরাস কি? করোনা ভাইরাসের বর্তমান অবস্থা?করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়;
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়


করোনা ভাইরাস-

এরইমধ্যে পৃথিবীজুড়ে আতঙ্ক তৈরি করেছে করোনা ভাইরাস চীনে  ভাইরাসে আক্রান্ত হয়ে  পর্যন্ত কমপক্ষে ৮০ জন মারা গেছে। কী এই ভাইরাসের লক্ষণচিকিৎসাই বা কী নিয়ে বিবিসি এক রিপোর্টে বলা হয়েছেরোগীদের শরীরে নিউমোনিয়া তৈরি করছেএমন একটি ভাইরাস সবসময়েই উদ্বেগজনক। ফলে সারা বিশ্বের স্বাস্থ্য কর্মকর্তারা চরম সতর্ক অবস্থায় রয়েছেন। কিন্তু এটা কি আজকালের একটি প্রাদুর্ভাব নাকি আরো বিপজ্জনক কোন রোগের লক্ষণ?


চীনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যেকরোনাভাইরাসের কারণে সেখানে অসুস্থতা বা মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।
করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস - যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায় নি।
ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। এটি এক ধরণের করোনাভাইরাস। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছেকিন্তু এর মধ্যে মাত্র ছয়টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে সাতটি।

২০০২ সাল থেকে চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া সার্স (পুরো নাম সিভিয়ার এ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমনামে যে ভাইরাসের সংক্রমণে পৃথিবীতে ৭৭৪জনের মৃত্যু হয়েছিল আর ৮০৯৮জন সংক্রমিত হয়েছিল। সেটিও ছিল এক ধরণের করোনাভাইরাস।

''সার্সের ভয়াবহ অভিজ্ঞতা এখনো আমরা ভুলতে পারিনিফলে নতুন ভাইরাসের প্রচণ্ড ভীতির তৈরি হয়েছে। কিন্তু  ধরণের রোগ মোকাবেলায় আমরা এখন অনেক বেশি প্রস্তুত,'' বলছেন ওয়েলকাম ট্রাস্টের চিকিৎসক জোসি গোল্ডিং।

Related: coronavirus in cats, coronavirus sars, coronavirus treatment, can you test for coronavirus, coronavirus vs adenovirus, coronavirus shape, mers coronavirus symptoms, can coronavirus in dogs spread to humans, trs coronavirus, sars virus replication, mers classification, coronavirus pathophysiology, coronavirus nl63, coronaviridae, মার্স করোনা ভাইরাস, মার্স করোনা, করোনা ভাইরাস কি? করোনা ভাইরাসের বর্তমান অবস্থা?করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়; 




No comments

Powered by Blogger.