সাধারণ জ্ঞান 2019
সাধারণ জ্ঞান 2019/সাধারণ জ্ঞান 2018/সাধারণ জ্ঞান MCQ
০১.পেত্রা নগরীর অর্থ কী?
ক. ইটের নগরী খ. পাথরের নগরীগ. মাটির নগরী ঘ. সবগুলি
০২.তাজমহলের অবস্থান কোথায়?
ক. হায়দ্রাবাদ খ. আহমেদাবাদগ. অমৃতসর ঘ. আগ্রা
০৩.লিবিয়ান নেতা কর্ণেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতায় আসেন—
ক. ১৯৫৯ সালে খ. ১৯৬৯ সালেগ. ১৯৭৩ সালে ঘ. ১৯৭৯ সালে
০৪.বিশ্বের কতটি দেশের সাথে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
ক. ২৪টি খ. ২৫টি গ. ২৬টি ঘ. ২৭টি
০৫.নেপালের পার্লামেন্টের নাম কী?
ক. কংগ্রেস খ. ফেডারেল পার্লামেন্টগ. সিনেট ঘ. মজলিশ
০৬. বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র ‘সিয়াচেন হিমবাহ’ কোন পর্বতমালার অন্তর্ভুক্ত?
ক. কারাকোরাম খ. হিমালয়
গ. আন্দিজ ঘ. আল্পস
০৭.‘ইস্তানা নেগারা’ কোন দেশের রাজার রাজপ্রাসাদ?
ক. ভুটান খ. নেপাল
গ. মালয়েশিয়া ঘ. থাইল্যান্ড
০৮.মুসলিম জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া খ. পাকিস্তান
গ. ইরান ঘ. ভারত
০৯.‘তাহরির স্কয়ার’ অবস্থিত—
ক. মানামা, বাহরাইন খ. ত্রিপোলী, লিবিয়া
গ. বেনগাজী, লিবিয়া ঘ. কায়রো, লিবিয়া
১০.হাজার হ্রদের দেশ কোনিট?
ক. নরওয়ে খ. ফিনল্যান্ডগ. ইন্দোনেশিয়া ঘ. জাপান
১১.বিশ্বের কোন্ শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
ক. লাসা খ. উলানবাটোর
গ. পিয়ংইয়ং ঘ. কাবুল
১২.‘ডাচ গায়েনা’-র বর্তমান নাম-
ক. গায়েনা খ. ঘানাগ. মালাগাছি ঘ. সুরিনাম
১৩.প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে?
ক. বরিশাল খ. ব্যাংকক
গ. টোকিও ঘ. রোম
১৪.বার্মার নতুন নাম -
ক. ইউনিয়ন অব ইয়াংগুন
খ. রিপাবলিক অব দ্যা ইউনিয়ন অব মিয়ানমারগ. ইউনিয়ন অব মানামাঘ. রিপাবলিক অব আরাকান
১৫.কুয়েত অবস্থিত -
ক. ভারত মহাসাগরে খ. আরব সাগরেগ. পারস্য উপসাগরে ঘ. বঙ্গোপসাগরে
সাধারণ জ্ঞান 2019 |
১৬.ভারত থেকে ময়ূর সিংহাসন নিয়ে যায়-
ক. ইংরেজরা
খ. গজনীর সুলতান মাহমুদগ. পারস্যের নাদির শাহ
ঘ. তৈমুর লং
১৭.কোন মোঘল সম্রাট ‘মনসবদারী প্রথার’ প্রচলন করেন -
ক. সম্রাট জাহাঙ্গীর খ. সম্রাট শাহ্জাহানগ. সম্রাট আকবর ঘ. সম্রাট আওরঙ্গজেব
১৮.পি.এল.ও এবং ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৮৮ সালে
গ. ১৯৯৩ সালে ঘ. ১৯৯৭ সালে
১৯.দক্ষিণ এশিয়ার দেশ কতটি?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
২০.সার্কভুক্ত কোন দেশে দুই মুদ্রা প্রচলিত?
ক. ভারত খ. শ্রীলংকা
গ. মালদ্বীপ ঘ. ভুটান
২১.চীন ও নেপালসাধারণ জ্ঞান 2019 সীমান্তে অবস্থিত এভারেস্ট শৃঙ্গের চীনা নাম কী?
ক. সাগরমাথা খ. সিনহোয়ান
গ. দাইচুজিং ঘ. চোমোলুংমা
২২.ইতিহাসের জনক হচ্ছে –
ক. অ্যারিস্টটল খ. অগাষ্ট কোঁত্
গ. হেরোডোটাস ঘ. জন লক
২৩.ভারতের সর্বমোট কয়টি রাজ্য রয়েছে?
ক. ২৭টি খ. ২৮টি
গ. ২৯টি ঘ. ৩০টি
২৪.পৃথিবীর চিনির আঁঁধার বলা হয় কোন দেশকে?
ক. ফিনল্যান্ড খ. কিউবা
গ. ব্রাজিল ঘ. চীন
২৫. ‘কংগ্রেস’ কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. কানাডা খ. পাকিস্তান
গ. ফ্রান্স ঘ. চীন
২৬. এশিয়ার গার্ডেন সিটি বলা হয় -
ক. হংকংকে খ. সিঙ্গাপুরকে
গ. ব্রুনাইকে ঘ. কুয়েতকে
২৭.মিশরের পার্লামেন্টের নাম কী?
ক. দারুল আওয়াম খ. মজলিস গ. পার্লামেন্ট ঘ. সীম
২৮.‘শ্বেতপদ্ম’ কোন দেশের জাতীয় প্রতীক?
ক. কানাডা খ. ইতালি
গ. স্পেন ঘ. পেরু
২৯.সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার নামে পরিচিত—
ক. জাঞ্জিবার খ. থাইল্যান্ড
গ. ভারত ঘ. ইউক্রেন
৩০.লয়াজিরগা কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. কানাডা খ. মিশর
গ. ইন্দোনেশিয়া ঘ. আফগানিস্তান
উত্তর:০১.খ. ০২ ঘ. ০৩.খ ০৪.ক. ০৫.খ. ০৬.খ. ০৭.গ ০৮.ঘ ০৯.ঘ ১০.খ ১১.ক ১২.ঘ. ১৩.খ. ১৪.খ. ১৫.খ ১৬.গ. ১৭.গ. ১৮.গ. ১৯ গ ২০.গ. ২১.ঘ. ২২.গ. ২৩.গ. ২৪.খ. ২৫. ঘ ২৬ খ. ২৭.গ. ২৮.খ. ২৯.ঘ. ৩০ সাধারণ জ্ঞান 2019.ঘ.
‡mqvi Kiæb|
No comments