পদার্থ বিজ্ঞাণের মজার মজার পশ্ন ও উত্তর


পদার্থ বিজ্ঞাণের মজার মজার পশ্ন ও উত্তর


দৈনন্দিন বিজ্ঞান/বহুনির্বাচনী প্রশ্ন ‍ও উত্তর বিজ্ঞান বিভাগ


প্রশ্ন :ব্যাপন বলতে কি বুঝ?
উত্তর : কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।


প্রশ্ন : নিঃসরণ কি?
উত্তর : সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অনুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।


প্রশ্ন : গলনাংক কি?
উত্তর : যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রা কে সেই পদার্থের গলনাংক বলে।


প্রশ্ন : সিএনজি কি?উত্তর : সিএনজি হলো চাপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।


প্রশ্ন : স্ফুটনাংক কী?
উত্তর : যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে পদার্থের স্ফুটনাংক বলে।


প্রশ্ন : উর্ধ্বপাতন কী?
উত্তর : কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় এবং ঠা- করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয়, পদার্থের এই অবস্থাকে উর্ধ্বপাতন বলে।


অনুধাবনমূলক প্রশ্ন

বিজ্ঞাণের কিছু মজার তথ্য


প্রশ্ন : পাকা কাঁঠাল কিভাবে গন্ধ ছড়ায় ব্যাখ্যা কর?
উত্তর : পাকা কাঁঠাল ঘরের একটি কক্ষে রেখে দিলে তার গন্ধ কাঁঠালের ত্বকের ছিদ্রপথে বের হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কাঁঠালের ত্বকের ছিদ্রপথে গন্ধ বের হয়ে আসাকে নিঃসরণ বলে। এবং পুরো ঘরে গন্ধ ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে।


প্রশ্ন : হাসপাতালে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে কিভাবে গ্যাস ভরে রাখা হয় ব্যাখ্যা কর?
উত্তর : হাসপাতালে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে গ্যাসকে অধিক চাপ প্রয়োগ করে তরলীভূত অবস্থায় সিলিন্ডারে ভরা হয়। যা মূমুর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য ব্যবহার হয়।

পদার্থ বিজ্ঞাণের মজার মজার পশ্ন ও উত্তর
পদার্থ বিজ্ঞাণের মজার মজার পশ্ন ও উত্তর


প্রশ্ন : ঘরবাড়িতে জ্বালানি হিসাবে কোন গ্যাস ব্যবহৃত হয় ব্যাখ্যা কর?
উত্তর : প্রাকৃতিক গ্যাস বা মিথেন গ্যাসকে অধিক চাপ প্রয়োগ করে অধিক চাপে এবং রিফাইনারী থেকে প্রাপ্ত বিউটেন এবং প্রোপেন গ্যাস মিশ্রিত করে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।


প্রশ্ন : মোমের জ্বলন কিভাবে পদার্থের তিন অবস্থা ব্যাখ্যা করে?
উত্তর : মোমকে জ্বালানোর পর মোম গলতে শুরু করলে এর মধ্যের সুতাটি তা শোষণ করে নেয় এবং গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। কটিন মোমটি বায়ুর উপস্থিতিতে জ্বলতে থাকলে মোমের বাষ্প হয়। মোমের দহনের ফলে কার্বনডাই অক্সাইড জলীয়বাষ্প উৎপন্ন হয়।


তৃতীয় অধ্যায় : পদার্থের গঠনজ্ঞানমুলক প্রশ্নোত্তর

বিজ্ঞাণের অবাক করা কিছু প্রশ্ন উত্তর 

প্রশ্ন : নিউক্লিয়ন সংখ্যা কি?
উত্তর : পরমানুর কেন্দ্রে প্রোটন নিউট্রনের সমষ্টিকে বলে নিউক্লিয়ন সংখ্যা।


প্রশ্ন : পারমানবিক সংখ্যা কি?
উত্তর : পরমানুর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমানবিক সংখ্যা।


প্রশ্ন : আইসোটোপ কি?

উত্তর : বিভিন্ন ভর সংখ্যাবিশিষ্ট একই মৌলের পরমানুকে পরস্পরের আইসোটোপ বলে।


প্রশ্ন : আপেক্ষিক পারমানবিক ভর কী?

উত্তর : কোনো মৌলের একটি পরমানুর ভর একটি কার্বন -১২ পরমানুর ভরের /১২ অংশের যতগুণ ভারী, তাকে মৌলের আপেক্ষিক পারমানবিক ভর বলে।


প্রশ্ন : তেজষ্ক্রিয়তা কী?
উত্তর : কোনো পরমানুর নিউক্লিয়াসের পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে। 




4 comments:

Powered by Blogger.