পথহারা কবিতা-কাজী নজরুল ইসলাম-বাংলা কবিতা-Bangla Kobita

পথহারা
কাজী নজরুল ইসলাম

বেলা শেষে উদাস পথিক ভাবে,  
সে যেন কোন অনেক দূরে যাবে –  
উদাস পথিক ভাবে।  
  
‘ঘরে এস’ সন্ধ্যা সবায় ডাকে,  
‘নয় তোরে নয়’ বলে একা তাকে;  
পথের পথিক পথেই বসে থাকে,  
জানে না সে কে তাহারে চাবে।  
উদাস পথিক ভাবে।  
  
বনের ছায়া গভীর ভালোবেসে  
আঁধার মাথায় দিগবধূদের কেশে,  
ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে  
শৈলমূলে শৈলবালা নাবে –  
উদাস পথিক ভাবে।  
  
বাতি আনি রাতি আনার প্রীতি,  
বধূর বুকে গোপন সুখের ভীতি,  
বিজন ঘরে এখন সে গায় গীতি,  
একলা থাকার গানখানি সে গাবে-  
উদাস পথিক ভাবে।  
  
হঠাৎ তাহার পথের রেখা হারায়  
গহন বাঁধায় আঁধার-বাঁধা কারায়,  
পথ-চাওয়া তার কাঁদে তারায় তারায়  
আর কি পূবের পথের দেখা পাবে  
উদাস পথিক ভাবে।  


কাজী নজরুল ইসলাম

কাজী
নজরুল ইসলাম

সকল ধরনের বাংলা কবিতা (Bangla Kobita) পড়তে আমাদের সাথে থাকুন। (ধন্যবাদ)





No comments

Powered by Blogger.