বহেড়া খাওয়ার উপকারিতা || বহেড়ার ভেষজ গুণাবলী
বয়রা ফলের উপকারিতা
বহেড়া |
বহেড়া Combretaceae গোত্রের বিশাল
পর্ণমোচী বৃক্ষ, Terminalia belerica। উচ্চতা ১৫-২২ মিটার, চওড়া ১ মিটার বা
ততোধিক। বড় গাছের গোড়ায় প্রায়শ গভীর খাঁজ থাকে। পাতা প্রশস্ত উপবৃত্তাকার,
ডালের আগার দিকে গুচ্ছবদ্ধ।
চট্টগ্রাম, পার্বত্য
চট্টগ্রামের অরণ্যে এবং ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহের শালবনে জন্মে। কাঠ মাঝারি
ওজনের ও মোটামুটি টেকসই। ফল খাওয়ার রেওয়াজ থাকলেও মূলত ভেষজ হিসেবেই অধিক
ব্যবহূত। এটি ট্যানিনের একটি সেরা উৎস। ফলের শাঁস নিদ্রাকর্ষী এবং উদরাময় ও
কুষ্ঠরোগে উপকারী। আধপাকা ফল রেচক। বীজতৈল কেশবর্ধক। কাঠ সাধারণ কাজে ব্যবহার্য। [মোঃ মাহফুজুর রহমান]
এই আধুনিক যুগেও ভেষজ চিকিৎসায় বহেড়ার অবদান অতুলনীয়-
১। বহেড়া বিচির শাঁসের তেল বের করে শ্বেতীর উপর লাগালে গায়ের রং অল্প দিনের মধ্যেই স্বাভাবিক হয়।
২। বহেড়া বিচির শাঁস অল্প পানিতে মিহি করে বেটে চন্দনের মতো টাকে লাগালে, টাক সেরে যায়।
১। বহেড়া বিচির শাঁসের তেল বের করে শ্বেতীর উপর লাগালে গায়ের রং অল্প দিনের মধ্যেই স্বাভাবিক হয়।
২। বহেড়া বিচির শাঁস অল্প পানিতে মিহি করে বেটে চন্দনের মতো টাকে লাগালে, টাক সেরে যায়।
৩। ইন্দ্রিয়-দৌর্বল্য রোগ থেকে মুক্তি পেতে হলে রোজ দুটি করে বহেড়া বিচির শাঁস খেতে পারেন।
৪। আধা চা-চামচ বহেড়া চূর্ণকরে তার সাথে গরম ঘি ও মধু মিশিয়ে খেলে শ্লেমায় উপকার পাওয়া যায়।
৫। শরীরের কোথাও কোন ফুলো কমানোর জন্য বহেড়ার বিচি বাদ দিয়ে, ছাল বেটে একটু গরম করে শরীরের ফুলোয় প্রলেপ দিলে ফুলো কমে যায়।
৬। সাদা বা রক্ত যে কোন আমাশয়ে প্রতিদিন সকালে পানির সাথে বহেড়া চূর্ণ খেলে উপকার পাওয়া যায়। (সংগৃহীত)
Related: Terminalia bellirica, বয়রা ফলের উপকারিতা, বহেড়ার উপকারিতা, বহেড়া গাছ বা তার ফল অর্থ, বহেড়া ফলের উপকারিতা, বহেরা খাওয়ার নিয়ম, বহেড়া ঔষধি গুণ, বহেড়ার নানাবিধ উপকার, বহেড়া, বহেড়া ফল, বহেড়া এর উপকারিতা, বহেড়ার ১৪ টি ঔষধি গুণ, ঔষধি ফল বহেড়া.
No comments