পাটিগণিত এর প্রয়োজনীয় সুত্রাবলী

সুত্রাবলী


পাটিগণিত এর প্রয়োজনীয় সুত্রাবলী, pdf, pdf download, hsc pdf, বীজগণিতের সব সূত্র, সরল অংক pdf, পরিমিতির সকল সূত্র, ঐকিক নিয়মের সূত্র, জ্যামিতি শর্টকাট, ত্রিকোণমিতির সূত্র সমূহ hsc, বীজগণিত সুত্র pdf, পরিমিতির বিভিন্ন সূত্র, ত্রিকোণমিতির সূত্র সমূহ hsc pdf, গণিত শেখার বই, পাটিগণিতের সূত্র, গণিতের শর্টকাট নিয়ম, বীজগণিত সমাধান, বীজগণিতের সূত্র, বীজগণিতের সূত্রাবলী app, সূত্র ও অনুসিদ্ধান্ত এর মধ্যে পার্থক্য, বীজগণিত অংক, পাটিগণিতের সূত্রাবলী pdf, পাটিগণিত সূত্র, পাটিগণিতের ইংরেজি, পাটিগণিত নাটক, ত্রিকোণমিতির জনক কে, বীজগনিতের জনক কে, পাটিগণিতের সূত্র pdf, পাটিগণিত ঐকিক নিয়ম, চাকরির গণিত সমাধান, গণিতের শর্টকাট ফর্মুলা pdf download, অংক সাধারণ জ্ঞান, পঞ্চম শ্রেণীর গণিত সমাধান বই ডাউনলোড ২০১৯, math, mathematics law, mathematical laws, mathematical all laws. Law. পাটিগনিত, পাটিগণিত, গণিত.
পাটিগণিত এর প্রয়োজনীয় সুত্রাবলী


*ক্রমিক সংখ্যা বা ধারার পদসংখ্যা,যোগফল ও গড় নির্নয় এর সুত্রাবলীঃ
  • ধারার পদ সংখ্যা={(শেষপদ -১ম পদ)} ÷ প্রতিপদের পার্থক্য+১
  • ধারার যোগফল={(১ম পদ + শেষপদ) × পদসংখ্যা ÷ ২
  • ধারার গড়= (শেষপদ + ১ম পদ) ÷ ২


*ভগ্নাংশ:
  • ভগ্নাংশ=লব÷হর
  • প্রকৃত ভগ্নাংশঃলব বড় ও হর ছোট। যেমনঃ৩÷৪
  • অপ্রকৃত ভগ্নাংশঃলব ছোট ও হর বড়। যেমনঃ৪÷৩
  • দশমিক ভগ্নাংশঃযেমন-১.৫৬৪
  • সসীম দশমিক=২.৫৬৪(দশমিক এর পর নিদিষ্ট সংখ্যক অঙ্ক।এক্ষেত্রে ৫,৬,৪।৩ টি অঙ্ক)
  • অসীম দশমিক=১.৭৩……(দশমিক এর পর অসীম সংখ্যক অঙ্ক)
  • পূনঃপৌনিক দশমিক=১.১৪১৪(দশমিক এর পর একই অঙ্ক বার বার আসবে)
  • মিশ্র ভগ্নাংশঃ৪(২÷৩)
  • সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তরঃ লবকে হর দ্বারা ভাগ করতে হবে।যেমন-১÷২ এর দশমিক ভগ্নাংশ ০.৫।


*ল.সা.গু ও গ.সা.গু এর ধারনাঃ
  • ল.সা.গু শব্দের পূর্ণরুপ হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক
  • গ.সা.গু. শব্দের পূর্ণরুপ হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
  • প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতকগুলোর গুণফলকে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে।
  • প্রদত্ত সংখ্যার কয়েকটি সাধারণ গুণনীয়ক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় শুধুমাত্র সাধারণ(Common সংখ্যাগুলোর) গুণনীয়কগুলোর গুণফলকে প্রদত্ত সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে
  • ১. ভগ্নাংশের লসাগু = লবগুলোর লসাগু ÷ হরগুলো গসাগু
  • ২. ভগ্নাংশের গসাগু=লবগুলোর গসাগু÷হরগুলোর লসাগু
  • ৩. দুটি সংখ্যার গুনফল = দুটি সংখার লসাগু × গসাগু
  • ৪. লসাগু = সংখ্যাদুটির গুনফল ÷গসাগু
  • ৫. গসাগু= সংখ্যাদুটির গুনফল ÷ লসাগু
  • ৬. একটি সংখ্যা = (লসাগু x গসাগু) ÷ প্রদত্ত সংখ্যা



*ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, লাভ ও ক্ষতিঃ
  • লাভ=বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
  • ক্ষতি= ক্রয়মূল্য- বিক্রয়মূল্য
  • শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)÷ক্রয়মূল্য}×১০০
  • শতকরা লাভ= (লাভ÷ক্রয়মূল্য)×১০০
  • শতকরা ক্ষতি= (ক্ষতি÷ক্রয়মূল্য)×১০০




*সুদকষা এর পরিমান নির্নয়ের সূত্রাবলীঃ
  • যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন সুদ ÷ মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) ÷ ১০০
  • যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন  সময় = (সুদ x ১০০) ÷ (মুলধন x সুদের হার)
  • যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন  সময় = (সুদেমূলে যতগুণ – ১) ÷সুদের হার x ১০০
  • যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) ÷ সময় x ১০০
  • যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন সুদের হার = (সুদ x ১০০) ÷ (আসল বা মূলধন x সময়)
  • যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে তখন সুদের হার = (মোট সুদ x ১০০)÷ {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়) }
  • যখন সুদের হার, সময় এবং সুদে-মূলে উল্লেখ থাকে মূলধন÷আসল = (১০০ xসুদআসল) ÷ {১০০ + (সময় x সুদের হার)}
  • যখন সুদ, সময় এবং সুদের হার উল্লেখ থাকবে মূলধন = (সুদ x ১০০)÷ (সময় x সুদের হার)



*সরল মুনাফাঃ
  • মুনাফা=(আসল*সময়*সুদের হার)/১০০
  • মুনাফাআসল=আসল+মুনাফা







No comments

Powered by Blogger.